রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের যোগদানের পর পাল্টে গেছে উপজেলার চিত্র
মো. মিজানুর রহমান
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ এএম |


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের যোগদানের পর পাল্টে গেছে উপজেলার চিত্র। তিনি যোগদান করার পর থেকেই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ, খালপাড় ও ফসলের মাঠের মাটি কাটা বন্ধ, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের নির্মাণ কাজ বন্ধ করা, পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় যানজট নিরসনসহ নানা জনবান্ধব কর্মসূচী গ্রহণ করেছেন। তিনি তাঁর কার্যালয়ে বিনা অনুমতিতে প্রবেশের ব্যবস্থা করেছেন। সেবা প্রত্যাশি যেকোনো নাগরিক উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিনা বাঁধায় প্রবেশ করে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন। নাগরিকদের সমস্যা সমাধানে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি তাঁর উপর সরকারের দেয়া অর্পিত দায়িত্ব পালনে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
গত ১৩ নভেম্বর উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগঞ্জ বাজার বড় ব্রীজের পাশর্^বর্তী মুচিবাড়িতে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি সংরক্ষণ ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকরণের অপরাধে মাদক ব্যবসায়ী কামরুন নাহার (৩৫) ও স্বরস্বতী নাথ (৪১) কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। 
গত ২০ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাসব্যাপী মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। গত ৩ ডিসেম্বর চৌয়ারা ইউনিয়নের চাষাপাড়া-ভুবনপুর-জঙ্গলপুর এলাকায় সোনাইছড়ি খালের পাড়ের মাটি কাটার স্থান পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।  
সম্প্রতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে পশ্চিম জোড়কানন ইউনিয়নের মজলিশপুর এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের কাজ চলছে স্থানীয় জনতার নিকট থেকে এমন অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে নিম্নমানের ইটের খোঁয়া সড়িয়ে গুনগতমানের ইটের খোঁয়া দিয়ে কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন। 
গত ৪ ডিসেম্বর উপজেলা সম্মেলন কক্ষে নগরীর পদুয়ার বাজার বিশ^রোড এলাকার যানজট নিরসনের লক্ষ্যে পরিবহণ মালিক, শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা করেছেন এবং গত ৭ ডিসেম্বর সরেজমিন নগরীর পদুয়ার বাজার বিশ^রোড এলাকার যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধভাবে পার্কিং করে সড়কের উপর যাত্রী উঠা-নামা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি উক্ত উপজেলায় গত ৮ অক্টোবর যোগদানের পর থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
বিশ্ব র‌্যাংকিংয়ে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় : নেপথ্যে যেসব কারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
জনগণের কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই- মনির চৌধুরী
অস্তিত্ব সংকটে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২