ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩)–এর ওপর হামলাসহ সাম্প্রতিক একাধিক
ঘটনার প্রতিবাদ এবং দুষ্কৃতকারীদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের
আওতায় আনার দাবিতে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের
উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে দাউদকান্দি বিএনপি
কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায়
একই স্থানে এসে সমাপ্ত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
এসময়
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক
নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর
আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব
মো. কাওসার আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
