কুমিল্লা
স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল
কায়সারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার স্টেডিয়াম প্রাঙ্গণে
আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা
প্রদান করেনগবধঃ ঘ ইরঃব–এর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম,গবধঃ ঘ ইরঃব–এর
স্বত্বাধিকারী ও কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইয়াজ
তাওসিফ,ঋৎবংয ্ ঔঁরপু–এর স্বত্বাধিকারী সাকিব সাগর,ঔড়সভধ–এর স্বত্বাধিকারী
সাকিফ রেজা মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট একাডেমির স্বত্বাধিকারী হৃদয় হাসান।
অনুষ্ঠানে
জানানো হয় কুমিল্লা জেলা মডেল মসজিদ, জেলা ক্রীড়া সংস্থা ও স্টেডিয়াম
ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের মধ্যে তিন বছরের বৈধ চুক্তি সম্পাদিত হয়েছে। এই
চুক্তি ভবিষ্যতে ফুডকোর্টের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও সেবা মান বৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
