কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও
প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের
উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯ নভেম্বর (বুধবার) উপজেলা মিলনায়তনে উপজেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা
কর্মসূচির আওতায় রবি মৌসুমের জন্য হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ও
রাসায়নিক সার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। উপজেলা কৃষি
কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় উফশী ধানের বীজ ও সার
৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে এবং বোরো হাইব্রিড ধানের বীজ ৫০০ জন কৃষকের
মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা
মোঃ ইকবাল হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোজাম্মেল হক বাছির, মোঃ মনির হোসেন,
মোঃ রেদোয়ানুর রহমান, মোঃ তারিকুর রহমান, নাসিমা আক্তার, তাসলিমা খানম,
সায়েদা আফরিন, আকলিমা আক্তার, তানিয়া আক্তারসহ বিভিন্ন ব্লকের
দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার কৃষক-কৃষাণীরা।
