বুধবার
১৯ নভেম্বর সকাল থেকে রাতব্যাপী কুমিল্লা-৫ আসনে এবি পার্টি (আমার
বাংলাদেশ পার্টির) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া
ঈগল প্রতীকের ব্যাপক গণসংযোগ করেন বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন-
ঐতিহ্যবাহী সাদকপুর বাজারে, পীরযাত্রাপুর, গোবিন্দপুর বাজার, কোমাল্লা,
শ্যামপুর, গোবিন্দুর, শ্রীপুর, মাওরা- কন্ঠনগর, গোবিনাথপুর,ভারেল্লা উত্তর
ইউনিয়নের কংশনগর বাজার, পশ্চিম সিংহ, রামচন্দ্র পুর, হাসনাবাদ, পারুয়ারা,
কুসুম পুর, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা বাজার, গোবিন্দ পুর,
লাঠিয়ার বাজার, মাতলার চর, ইসলামপুর, ছিকুটিয়া, সোন্দ্রম, শুভরামপুর,
রামপুর-পোস্ট অফিস, এদবারপুর, দয়ারামপুর,বয়েরপাড়। এসময় এবি পার্টির মনোনীত
এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া সকলের নিকট দোয়া চান এবং
ঈগল প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট
আইনজীবী ও জাতীয় নেতা, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমপি
প্রার্থী কুমিল্লা-৫ এর ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, কুমিল্লা জেলা
এবি পার্টি সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম, বুড়িচং উপজেলা আহবায়ক গাজী
মোঃ মোসলেম উদ্দিন পুলিশ, ব্রাহ্মণপাড়া উপজেলা সদস্য সচিব জয়নাল আবেদীন,
পীরযাএাপুর ইউনিয়ন এর আহবায়ক নজরুল ইসলাম পুলিশ ও দুলাল হোসেন পুলিশ, কিরন
মিয়া, আল-আমিন, সাব্বির ভূইয়া, রফিকুল ইসলাম প্রমুখ।
ব্যারিস্টার
যোবায়ের আহমেদ ভূইয়া বলেন,আগামী বাংলাদেশ আমরা ন্যায়ের পক্ষে ইনসাফ এর গঠন
করতে চায়। কল্যাণমুখী আসন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
