বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২
৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ এএম |


দীর্ঘ আট ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ১টা থেকে যানজট শুরু হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
হাইওয়ে পুলিশ, যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বরাবো ও রূপসী বাসস্ট্যান্ড থেকে যানজটের সূত্রপাত হয়। এতে উভয় পাশের গাড়ির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। দুপুরের পর থেকেই যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। ফলে সড়কের উভয় দিকে মাইলের পর মাইলজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
দুপুরের পরে যানজট কাঁচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে উভয় দিকের যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।
বাসযাত্রী বিল্লাল হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টা বাজে শিমরাইল থেকে গাউছিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছি। এক ঘণ্টায় রূপসী বাসস্ট্যান্ড এসেছি। এখানে এসে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি দেখছি। আশা করছি, বাকি পথটা যানজটবিহীন যাওয়া যাবে।’
মহাসড়কের পার্শ্ববর্তী দোকানদার আব্দুস সবুর বলেন, ‘দুপুর থেকেই যানজট শুরু হয়েছে। সন্ধ্যা থেকে যানজট বেড়ে ছয় কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আট ঘণ্টা পর যানজট পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।’
আসিয়ান পরিবহনের চালক জুবায়ের হোসেন বলেন, ‘আট ঘণ্টার এই দীর্ঘ সময়ে আমার একটি ট্রিপ কম হয়েছে। এখন রাত ৯টা। সড়কও স্বাভাবিক। তবে লসটা তো আর ওঠানো যাবে না।’
শিমড়াইল ট্রাফিক পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, তারাবো বিশ্বরোড গোল চত্বর থেকে বরাবো বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় কিছুটা খানাখন্দ থাকায় এখানে এসে যানবাহন ধীরগতিতে চলতে হচ্ছে। কখনো গাড়ির চাপ বাড়লেই উভয় পাশের গাড়ির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। এতেই যানজটের সৃষ্টি হয়।
তিনি বলেন, ‘রাত ৮টার পর থেকে যানজট পরিস্থিতির উন্নতি হয়। বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
টাউন হলে সমাবেশের অনুমতি পায়নি বিএনপির কোনো গ্রুপ
দল আমরা একসাথেই করবো: মনির চৌধুরী
নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার নতুন জেলা প্রশাসকের
দাউদকান্দির ‘গোয়ালমারী- জামালকান্দি যুদ্ধ’ দিবস আজ
সিসিএন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস ও ভিশনারি টক সেমিনার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি কোনো গ্রুপ বুঝি না, ধানের শীষের কর্মী বুঝি
মহাসড়কের কুমিল্লায় সেই স্থানে রোপণ হলো ৬৪ বকুল গাছ
লাকসামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২