নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের এক অসহায়
পরিবারের দায়িত্ব নিয়েছেন সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ
মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরিবারটির দুই ছেলে ও এক মেয়ে তিনজনই শারীরিক
প্রতিবন্ধী। দিনমজুর বাবা-মায়ের পক্ষে তাদের নিয়ে মানবেতর জীবনযাপন করা দিন
দিন কঠিন হয়ে উঠছিল।
ধানের শীষের পক্ষে প্রচারনা চালানোর সময় আন্দিকোট
গ্রামের স্বপন মিয়ার বাড়িতে যান উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা
দলের সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার। সেখানে তিন প্রতিবন্ধী
সন্তানকে নিয়ে পরিবারের দুর্দশা দেখেই তিনি বিষয়টি মুঠোফোনে কায়কোবাদকে
জানান।
পরিবারটির প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সাবেক মন্ত্রী
১৫ নভেম্বর শনিবার দলের একটি প্রতিনিধি দলকে স্বপন মিয়ার বাড়িতে পাঠান।
প্রতিনিধি দলের মাধ্যমে তিনি ওই অসহায় পরিবারের হাতে নগদ অর্ধলক্ষ টাকা
তুলে দেন এবং তাদের ভরন-পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেন।
উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল
হোসেন কায়কোবাদ দীর্ঘ ৪২ বছর ধরে জনগণের সেবা করে আসছেন। নির্বাচন উদ্দেশ্য
নয়—গত ১৩ বছর দেশের বাইরে থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন। দরিদ্র
মানুষের সহায়তা করা তার নেশা। তিনি সবসময় বলেন, আমি মুরাদনগরের কামলা,
কামলা হিসেবেই আমৃত্যু জনগণের সেবা করতে চাই। আপনারা দাদার জন্য দোয়া
করবেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব বলেন, মুরাদনগরের
অভিভাবক কায়কোবাদ দাদা যেখানে অসহায় মানুষ পান, সেখানেই সাহায্যের হাত
বাড়িয়ে দেন। মহিলা দলের সভাপতির মাধ্যমে পরিবারের খবর পেয়ে তিনি সঙ্গে
সঙ্গে আমাদের পাঠিয়েছেন এবং পরিবারের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।
উপজেলা
মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার বলেন, দাদা আমাকে সবসময় বলেন শুধু
প্রচার না, অসহায় মানুষের খোঁজ নিও, বেশি অসহায় হলে আমাকে জানাবে আমি
সহযোগিতা করব। প্রচারে এসে পরিবারটির খোঁজ পেয়ে দাদাকে জানাই। তিনি আজই
অর্ধলক্ষ টাকা পাঠিয়েছেন এবং পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন।
