নিজস্ব
প্রতিবেদক: “প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব
স্ট্রোক দিবস উপলক্ষে কুমিল্লায় মেডিকেল শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্য
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতা সভার আয়োজন করেছে কুমিল্লা মেডিকেল
সেন্টার লিমিটেডের নিউরোসার্জারি ও নিউরোলজি বিভাগ। স্ট্রোক প্রতিরোধ,
প্রাথমিক সেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত তুলে
ধরে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই সভার মূল লক্ষ্য।
বৃহস্পতিবার রাতে
কুমিল্লা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কুমিল্লার বিভিন্ন মেডিকেল
প্রতিষ্ঠানের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকরা অংশ
নেন।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা
পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ নাজমুল হাসান
চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা, জীবনযাপনের
পরিবর্তন এবং দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা
মোহাম্মদ তৈয়াবুল ইসলাম। সভায় কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের
সহকারী অধ্যাপক ডা. এম. মাসুম এমরান স্ট্রোকের আধুনিক মেডিকেল চিকিৎসা
বিষয়ে বক্তব্য প্রদান করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোভাসকুলার
ও স্ট্রোক সার্জারির সহকারী অধ্যাপক ডা. মোঃ শহীদুর রহমান শিকদার
স্ট্রোকের লক্ষণ, দ্রুত চিকিৎসা প্রদান, রোগী ব্যবস্থাপনা ও আধুনিক স্ট্রোক
সার্জারি এবং এন্ডোভাসকুলার প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও
সহকারী অধ্যাপক ডা. সাকিব ইন্তেসার স্ট্রোক চিকিৎসায় থ্রমবেকটমি
প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা জানান, স্ট্রোকের ক্ষেত্রে প্রতি
মিনিটে মস্তিষ্কের লক্ষাধিক কোষ নষ্ট হয়ে যায়। তাই বিলম্ব না করে দ্রুত
চিকিৎসা শুরু করাই জীবন রক্ষার সর্বোত্তম উপায়। স্ট্রোক মোকাবিলায় সময়মতো
চিকিৎসা, সমন্বিত উদ্যোগ এবং জনগণের মধ্যে যথাযথ সচেতনতা অত্যন্ত জরুরি বলে
মত দেন তারা।
