সারা
দেশের মতো কুমিল্লায়ও আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ
কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫। সকাল ১০টা থেকে
দুপুর ১টা পর্যন্ত চলা এ পরীক্ষায় কুমিল্লা জেলার চারটি কেন্দ্রে প্রায় ২
হাজার ৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো—শিমপুর
উচ্চ বিদ্যালয়, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয়
এবং কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতামূলক এ
পরীক্ষা সুষ্ঠু, নিরিবিলি ও চাপমুক্ত পরিবেশে সম্পন্ন হয়। কুমিল্লা জেলা
পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
বাংলাদেশ
কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও আনন্দধারা বিদ্যাপীঠ
স্কুলের অধ্যক্ষ আফরোজা হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার সার্বিক
কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্র সচিব,
ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং অংশগ্রহণকারী প্রতিটি
প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মোঃ
আউয়াল খান এবং সাধারণ সম্পাদক এম.টি. জামান নাঈম।
