শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
আরও ৪টিকে ত্রুটি সংশোধনের নোটিশ
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৫ ১:৩১ এএম |



 চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের  কার্যক্রম বন্ধ রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছেন জেলা সিভিল সার্জন। এছাড়া অন্য ৪টি প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন করার নির্দেশনা দেয়া হয়। 
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের প্রতি এসব নোটিশ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিভিন্ন অনিয়মের দায়ে সাময়িক বন্ধ ঘোষণা করা ৪টি প্রতিষ্ঠান হলো- চান্দিনা মা ও শিশু স্পেশালাইজ হাসপাতাল, ইনসাফ কমিউনিটি হাসপাতাল (নিউ চান্দিনা মেডিকেল সেন্টার), নতুন উদ্বোধন হওয়া চান্দিনা ইবনে সিনা হসপিটাল এবং মাধাইয়া বাজারের নোভা ডায়াগনস্টিক সেন্টার। ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মাধাইয়া বাজার মীম হসপিটাল, মাধাইয়া জেনারেল হাসপাতাল, মাধাইয়া বাজার পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং চান্দিনার আল-শিফা মেডিকেল কেয়ার এন্ড কনসালটেশন সেন্টার।
স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের এবং ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, মূল্য তালিকা বাংলায় লেখা, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিনের ব্যবস্থা না থাকা, এক্সরে রুমে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়নি, এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই বলে নোটিশে উল্লেখ করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।
তিনি বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সাত দিনের মধ্যে ত্রুটিসমূহ সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা জুড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চলবে।”












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২