শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৫ ১:৩১ এএম |


দুই প্রার্থীকে তারেক রহমানের ফোননিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় টানা ১১ দিন ধরে সদর আসনে মনোনয়নের দাবিতে আন্দোলনের ঘটনা নজরে আসায় সম্ভাব্য প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে ফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে তাঁকে ফোন করেন। সেই সাথে ফোন করেছেন কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলাকেও। এরমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম ও মনোনয়ন না পাওয়া সামিরা আজিম দোলার মধ্যে। দোলা দলের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছেন। সেই সাথে তার নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন। অন্য দিকে কুমিল্লা সদর আসনে মনোনয়ন না পাওয়া হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে বিএনপির ৩১ দফা প্রচারণায় লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়া হয়েছে । 
দলীয় সূত্র মতে, তিনি কুমিল্লা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ও সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলার সঙ্গে কথা বলেন। কুমিল্লা-৯ আসনে দলীয় প্রার্থী মো. আবুল কালাম ও মনোনয়নপ্রত্যাশী দোলার মধ্যে চলমান বিরোধ দূর করে নির্বাচনী মাঠে ঐক্য ধরে রাখতে শীর্ষ নেতার নির্দেশ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে চলমান আন্দোলনের বিষয়টিও তার নজরে এসেছে বলে জানান তিনি এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন মনোনয়ন প্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে।
তারেক রহমানের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করে সামিরা আজিম দোলা বলেন, তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছে যেখানে তিনি তার নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময়ে হামলা, উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে পদবঞ্চনার ঘটনাসহ নানা বিষয় তুলে ধরেন। সব শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ভবিষ্যতে ন্যায্য মূল্যায়নের আশ্বাস দেন এবং নির্বাচন ঘিরে সকল বিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। 

এরপর শুক্রবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের মধ্যস্থতায় আবুল কালাম ও সামিরা দোলাকে একত্র করে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। ওই বৈঠকে দোলা সাম্প্রতিক হামলার ঘটনাও তুলে ধরেন। সালাউদ্দিন আহমদ দুই পক্ষকেই আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতের সব কমিটিতে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করা হবে। হামলার সঙ্গে জড়িত যদি দলের কেউ থাকে তবে তাকে বহিষ্কার করা হবে, আর দলের বাহিরে কেউ হলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি দুই পক্ষকেই ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন।
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
অন্যদিকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ১১ দিনের চলমান আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বৃহস্পতিবার সন্ধ্যার এই আলোচনার বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন তিনি। ইয়াছিন জানান, কুমিল্লাবাসীর শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলনের খবর ইতোমধ্যে তারেক রহমানের কাছে পৌঁছেছে এবং তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে থাকা, মামলা মোকাবেলা করা; সবই দল ও দেশের মঙ্গলের জন্য উল্লেখ করে তিনি বলেন, কখনো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্য ছিল না। নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন তাকে আরও শক্তি জুগিয়েছে। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা যাবে না। যদি সত্যিই দল ও নেতার প্রতি ভালোবাসা থাকে, তবে তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। তিনি সবাইকে ধৈর্য ধারণ এবং দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করার আহ্বান জানান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২