নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় টানা ১১ দিন ধরে সদর আসনে মনোনয়নের দাবিতে আন্দোলনের ঘটনা নজরে আসায় সম্ভাব্য প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে ফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে তাঁকে ফোন করেন। সেই সাথে ফোন করেছেন কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলাকেও। এরমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম ও মনোনয়ন না পাওয়া সামিরা আজিম দোলার মধ্যে। দোলা দলের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছেন। সেই সাথে তার নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন। অন্য দিকে কুমিল্লা সদর আসনে মনোনয়ন না পাওয়া হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে বিএনপির ৩১ দফা প্রচারণায় লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়া হয়েছে ।
দলীয় সূত্র মতে, তিনি কুমিল্লা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ও সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলার সঙ্গে কথা বলেন। কুমিল্লা-৯ আসনে দলীয় প্রার্থী মো. আবুল কালাম ও মনোনয়নপ্রত্যাশী দোলার মধ্যে চলমান বিরোধ দূর করে নির্বাচনী মাঠে ঐক্য ধরে রাখতে শীর্ষ নেতার নির্দেশ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে চলমান আন্দোলনের বিষয়টিও তার নজরে এসেছে বলে জানান তিনি এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন মনোনয়ন প্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে।
তারেক রহমানের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করে সামিরা আজিম দোলা বলেন, তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছে যেখানে তিনি তার নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময়ে হামলা, উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে পদবঞ্চনার ঘটনাসহ নানা বিষয় তুলে ধরেন। সব শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ভবিষ্যতে ন্যায্য মূল্যায়নের আশ্বাস দেন এবং নির্বাচন ঘিরে সকল বিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন।

