রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
লাকসাম-মনোহরগঞ্জে
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ১৬.১১.২০২৫ ১:৫৫ এএম |


 বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে  জেলা বিএনপির বৈঠক নিজস্ব প্রতিবেদক।। চলমান অভ্যন্তরীণ বিরোধ নিরসন, ত্যাগী নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলের সার্বিক স্বার্থে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে বৈঠক করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লাকসাম-মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এবং একই আসনের মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ দুই পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের স্বার্থে অভ্যন্তরীণ বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেন তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নাঙ্গলকোট-লালমাই আসনের মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য শহিদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সরোয়ার জাহান দোলন এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। 
এদিকে দীর্ঘদিন ধরে লাকসাম-মনোহরগঞ্জে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে বিভিন্ন পর্যায়ে কমিটি দেওয়া, অভ্যন্তরীণ গ্রুপিং এবং মতপার্থক্যের কারণে স্থানীয় রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার পর মাঠ পর্যায়ে এই বিভাজন আরও জোরালো হয়ে ওঠে। গত ৯ নভেম্বর লাকসামের ছনগাঁও এলাকায় লিফলেট বিতরণের সময় দুই পক্ষের সংঘর্ষে মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা ও তার কর্মীরা আহত হন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং ওই ঘটনার জন্য দলীয় প্রার্থী আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ অবস্থায় উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা, নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করতে দক্ষিণ জেলা বিএনপির এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব বহনকারী হিসেবে দেখা হচ্ছে। 
বৈঠকে নেতারা আশা করছেন, এই আলোচনার মাধ্যমে লাকসাম-মনোহরগঞ্জের সব বিভাজন দূর হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা জোরদার হবে।
এর আগে গত শুক্রবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের মধ্যস্থতায় আবুল কালাম ও সামিরা দোলাকে একত্র করে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। ওই বৈঠকে দোলা সাম্প্রতিক হামলার ঘটনাও তুলে ধরেন। সালাউদ্দিন আহমদ দুই পক্ষকেই আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতের সব কমিটিতে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করা হবে। হামলার সঙ্গে জড়িত যদি দলের কেউ থাকে তবে তাকে বহিষ্কার করা হবে, আর দলের বাহিরে কেউ হলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি দুই পক্ষকেই ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে কুমিল্লা মেডিকেল সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২