রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ
‎ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম |



‎কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ষাইটশালা দরবার শরীফের আধ্যাত্নিক রাহবার পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আব্দুল আলীম (রাঃ) পীর সাহেব এর স্বপ্নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়" শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মোঃ আব্দুল কাদের জিলানী। হামদে বারী তা'আলা পাঠ করেন মোহাম্মদ মোয়াজ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ উবায়দুল্লাহ্। এতে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও তাজুল ইসলাম মাষ্টার ও পিয়ারে মাহবুব এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ণ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এ.এস.এম আলাউদ্দীন ভূইঁয়া। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা টেক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কবির আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আনিছুর রহমান আখন্দ, সুলতান আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী নোয়াব মিয়া, মো. অলি উল্লাহ, অধ্যাপক আবুল কালাম আজাদ, মো. আবুল হাসেম, আলহাজ্ব মো. আবু জাহের, মোহাম্মদ হুমায়ুন কবির, সোহাগ মিয়া, নাছির উদ্দিন সর্দার। সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে মাদ্রাসার সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে কুমিল্লা মেডিকেল সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২