ঢাকা
হাইকোর্ট এলাকা থেকে ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার
রহস্য উন্মোচন করেছে পুলিশ। পরকীয়া সম্পর্কের জেরে ভয়াবহ এই হত্যাকাণ্ড
সংঘটিত হয়। তদন্তে উঠে এসেছে নিহত আশরাফুল তার বন্ধু জরেজুলের প্রেমিকার
সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে জরেজুল তাদের আপত্তিকর অবস্থায় দেখে
ক্ষিপ্ত হয়ে আশরাফুলকে হত্যা করেন এবং মরদেহ ২৬ টুকরা করে ফেলে দেন।
আইনশৃঙ্খলা
বাহিনী জানায়, হত্যার পর জরেজুল ও তার প্রেমিকা বুঝতে পারেন তারা আর
নিরাপদ নন। এর পরই দুজন পালিয়ে কুমিল্লার দাউদকান্দি চলে যান। সেখানে গিয়ে
তারা আলাদা হয়ে যায়। এরপরও শেষ রক্ষা হয়নি তদন্ত তথ্যের ভিত্তিতে অভিযানে
নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষ টিম
শুক্রবার রাতে দাউদকান্দির একটি বাসায় আশ্রয় নেওয়া অবস্থায় হত্যার প্রধান
আসামি জরেজুলকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় হত্যায় ব্যবহৃত হাতুড়িটিও
উদ্ধার করা হয়।
অন্যদিকে, জরেজুলের প্রেমিকাকে পৃথক অভিযানে গ্রেফতার
করে র্যাব। এসময় হত্যায় ব্যবহৃত বাকি আলামতও উদ্ধার করা হয়েছে বলে
জানিয়েছে সংস্থাটি।
