কুবি
প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
(কুবি) শাখায় দায়িত্ব হস্তান্তর,শপথ পাঠ ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ২০৮ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ
তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ
রাজীব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের
ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম
উপস্থিত ছিলেন।
লেখক ফোরামের উপদেষ্টা ড. নাহিদা বেগম বলেন, ‘আমরা যদি
একটা বিশ্ববিদ্যালয়কে সচল ও প্রগতিশীল রাখতে চাই ,তাহলে সবার আগে দরকার
সচলতা। সেই সচলতাগুলো সংগঠন এনে দিবে। একটা বাচ্চা যখন ছোট থাকে তখন হোঁচট
খাই, পা ভাঙে, দাঁত ভাঙ্গে অনেক শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে থাকে। যখন
আস্তে আস্তে বড় হতে থাকে, তখন প্রতিবন্ধকতাগুলো আর থাকে না। একইভাবে একটি
সংগঠনের শুরুর দিকে ভুল দিকগুলো মাপ করা হলেও সময়ের সাথে সাথে তা আর ক্ষমার
দৃষ্টিতে দেখা হয় না।'
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব
উদ্দীন বলেন, ‘আমরা আসলে বিভক্তকরণ বেশি পছন্দ করি কিন্তু বিভক্তকরণ
আমাদের কিছু দেয় না। আমাদের উচিত কোন গল্প উপন্যাস প্রকাশ করার আগে কারো
কাউকে দেখেই নেওয়া। বাক্য বানানের ক্ষেত্রে সচেতন থাকা। এই ভাষাটাকে
বাঁচিয়ে রাখার জন্য চেষ্টায় যেন ভুল না হয়। আর এই সময়টা হচ্ছে বিভিন্ন
প্রোগ্রাম আয়োজন করা। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কাজকে আরো সমৃদ্ধ করা।’
সদ্য
বিদায়ী সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, ‘আমাদের সংগঠনটি ছোট, তবে আমি ছোটকে
বড় করে তোলার চেষ্টা করি। সাংবাদিকতার হাত ধরে এই সংগঠনে আমার যাত্রা।
আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সহযোগিতা করেছেন; তাদের সহযোগিতা ছাড়া কোনো
কাজ সম্ভব হয় না। যারা যে দায়িত্ব পেয়েছেন, সবাই তা নিষ্ঠার সঙ্গে পালন
করবেন। এটি লেখকদের সংগঠন, তাই এখানে সবসময় সক্রিয় থাকতে হবে। আপনারা
সংগঠনকে সক্রিয় রাখবেন এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাবেন।’
