রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবোএ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম |

 সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবোএ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া। 
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ যে আস্থা ও ভালোবাসা আমাকে দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, ২০০৭ ও ২০০৮ সালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে নির্বাচনে অংশ নিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেলেও অসাধু চক্রের কারণে বিজয়ী হতে পারেননি। তারপরও এলাকার মানুষের সঙ্গে দীর্ঘ ৩৫ বছরের নিবিড় সম্পর্ক আজও অটুট রয়েছে আমার। ১৯৯১ সাল থেকে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রাজনীতি করছি। জনগণ আমাকে সুযোগ দিলে প্রমাণ করব একজন সৎ ও আদর্শ এমপি চাইলে এলাকার আমূল পরিবর্তন আনা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আগামী দিনের বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে পরিকল্পনার কথা বললে সাংবাদিকদের তিনি বলেন, এলাকার মূল সমস্যা হলো মাদক,  সীমান্তবর্তী হওয়ায় মাদকের অনুপ্রবেশকে আগে বন্ধ করতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আমি এমন একটি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার স্বপ্ন দেখি যেখানে মানুষ রাতে নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাতে পারবে। এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে কুমিল্লা মেডিকেল সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২