
অবাদ,
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন
বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া।
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার
মানুষ যে আস্থা ও ভালোবাসা আমাকে দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। আমি
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যেতে
চাই।
তিনি বলেন, ২০০৭ ও ২০০৮ সালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
থেকে নির্বাচনে অংশ নিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেলেও অসাধু চক্রের
কারণে বিজয়ী হতে পারেননি। তারপরও এলাকার মানুষের সঙ্গে দীর্ঘ ৩৫ বছরের
নিবিড় সম্পর্ক আজও অটুট রয়েছে আমার। ১৯৯১ সাল থেকে আমি
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রাজনীতি করছি। জনগণ
আমাকে সুযোগ দিলে প্রমাণ করব একজন সৎ ও আদর্শ এমপি চাইলে এলাকার আমূল
পরিবর্তন আনা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আগামী
দিনের বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে পরিকল্পনার কথা বললে সাংবাদিকদের তিনি
বলেন, এলাকার মূল সমস্যা হলো মাদক, সীমান্তবর্তী হওয়ায় মাদকের অনুপ্রবেশকে
আগে বন্ধ করতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো
টলারেন্স নীতি গ্রহণ করব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন,
শিক্ষা ব্যবস্থার উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে
তিনি আরও বলেন, আমি এমন একটি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার স্বপ্ন দেখি যেখানে
মানুষ রাতে নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাতে পারবে। এবং সুষ্ঠু নির্বাচনের
নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব
ইনশাআল্লাহ।
