প্রাথমিক
বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের
প্রতিবাদে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানববন্ধন। শিক্ষার্থী,
সংগীতশিল্পী, যুব সংগঠনের নেতাকর্মী ও সংগীতানুরাগী নাগরিকেরা গানে গানে
তাঁদের ক্ষোভ প্রকাশ করে শিক্ষক পদ পুনর্বহালের জোর দাবি জানান।
শনিবার
বিকেল ৪টায় কুমিল্লা টাউনহল গেইটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে
অংশগ্রহণকারীরা জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ
জানান। মানববন্ধনের শুরু ও শেষ—উভয় সময়েই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত
পরিবেশনা করা হয়। শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত
প্ল্যাকার্ড, ফেস্টুন ও প্রতিবাদী লেখা।
বক্তারা বলেন, শিশুদের শারীরিক,
মানসিক ও নান্দনিক বিকাশে শারীরিক শিক্ষা ও সংগীতের ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। প্রাথমিক স্তরে এসব শিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত শিশুবিকাশের
মৌলিক চাহিদাকে অবহেলা করার সামিল। তাঁরা অবিলম্বে ওই সিদ্ধান্ত
প্রত্যাহার করে শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে আরও বলা
হয়, কোনো গোষ্ঠীর চাপ বা নির্দিষ্ট এজেন্ডার কারণে শিক্ষানীতিতে পরিবর্তন
করা যাবে না। রাষ্ট্রীয় মূল্যবোধ, শিক্ষাবিদ, অভিভাবক ও মননশীল সমাজের
মতামতকে গুরুত্ব দিতে হবে। শিশুদের সার্বিক বিকাশে শিল্প-সংস্কৃতি ও
সৃজনশীল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রতিবাদী এ
আয়োজনে নারী অংশগ্রহণকারীরাও পোস্টার হাতে দাঁড়িয়ে সমর্থন জানান। জাতীয়
সঙ্গীতের সঙ্গেই শেষ হয় মানববন্ধন কর্মসূচি।
