বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে
গতকাল কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে
বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা হয়। এনএইচএন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
উদ্যোগে ‘ডায়াবেটিস ও সুস্থতা: কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’
প্রতিপাদ্যের আলোকেকুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের
পরিচালক ডায়াবেটোলজিস্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম রোগী ও স্বজনদের বিভিন্ন
পরামর্শ দেন।
১৫ নভেম্বর, শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রায় দুইশত রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
প্রবীণ
শিক্ষক ও ছড়াকার জহিরুল হক দুলাল এবং সাংবাদিক খায়রুল আহসান মানিকসহ
কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে বিনামূল্যে
ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন পরিচালক ডা. মোঃ আতাউর রহমান জসীম।
নিয়মিত
ব্যায়াম, পরিমিত খাবার, চিকিৎসকের পরামর্শমোতাবেক খাবার বড়ি বা ইনসুলিন
সেবন চেকআপ করে সুস্থ-কর্মক্ষম জীবন উপভোগসহ কর্মস্থলে নিজে ডায়াবেটিস
সচেতনত থাকার পাশাপাশি সহকর্মীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে পরামর্শদেন ।
অনুষ্ঠানে
হাসপাতালের যুগ্ম পরিচালক শ্যামল মজুমদার, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে
কুলছুম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোহানা আয়মান,মেডিকেল অফিসার ডা. আমেনা
আক্তার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক রোগী-স্বজন ও
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
