বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(বাইউস্ট)-এ অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫। বৃহস্পতিবার (১৩
নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং
বিভাগের আয়োজনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নেয় তিনটি
বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আয়োজক প্রতিষ্ঠান বাইউস্ট। প্রতিযোগিতায় মোট
৮০ জন শিক্ষার্থী “ট্রাস ব্রিজ” নির্মাণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান
শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি,
পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের
অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সভাপতিত্ব করেন বাইউস্ট সিভিল
ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
সাবেক
শিক্ষার্থী ও বর্তমানে সিসিএন বিশ্ববিদ্যালয়ের লেকচারার মোস্তাফিজুর রহমান
বলেন, আমি এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করছি। এমন
আয়োজন সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে
দেয়। আমরা এখানে স্ট্রাকচার তৈরি করে তার লোড ধারণক্ষমতা পরিমাপ করি এবং
শিখি কীভাবে আরও উন্নত ও টেকসই কাঠামো নির্মাণ করা যায়।
উৎসবের মূল
উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব প্রকৌশলগত অভিজ্ঞতা অর্জন, দলগতভাবে কাজ
করার সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো।
