কুমিল্লার
দেবিদ্বার উপজেলায় লাইসেন্স ছাড়া অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি
প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার
(১২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান
পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার
(ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এ সময় সার্টিফিকেট অফিসার রবিউল ইসলাম এবং অফিস
সহায়ক মোহাম্মদ ইউসুফসহ দেবিদ্বার থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে
আর এস মটরস, বিসমিল্লাহ মটরস এবং মোবারক ট্রেডার্স নামের তিনটি
প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)/(ঙ) ধারায় লাইসেন্স ছাড়া
দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ
আদালত সূত্রে জানা যায়, অকটেন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ লাইসেন্স ছাড়া
বিক্রি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। এসব পদার্থের অনিয়ন্ত্রিত
সংরক্ষণ ও বিক্রি অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ
বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, বিনা লাইসেন্সে দাহ্য
পদার্থ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা
বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
