কুমিল্লা
সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন মনোনয়ন
বঞ্চিত হওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা।
সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়
গণস্বাক্ষর কর্মসূচি। হাজী ইয়াসিনকে মনোনয়ন দেয়ার দাবিতে দুপুরে কুমিল্লা
টাউন হল মাঠে গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন তার সমর্থকরা।
গত ৩
নভেম্বর কুমিল্লার ১১ টি আসনের মধ্যে ৯টি আসনে প্রাথমিক প্রার্থী মনোনয়ন
দেয় বিএনপি। প্রার্থী তালিকায় হাজী আমিন উর রশিদ ইয়াসিনের নাম না থাকার
ক্ষোভে ৩ নভেম্বর রাত থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন ইয়াসিন
সমর্থকরা।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে গণস্বাক্ষর
কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে কুমিল্লা মহানগরী এবং সদর উপজেলার বিভিন্ন
ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত হয়ে ইয়াসিনের
পক্ষে স্বাক্ষর দেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে
কুমিল্লা শহর ও সদর উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাজী
আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দুঃসময়ে
তিনি দল ও নেতাকর্মীদের পাশে থেকেছেন, নির্যাতিত ও মামলা-হামলার শিকারদের
সহায়তা করেছেন।
নেতাকর্মীরা বলেন, দলের এমন নিবেদিতপ্রাণ ও ত্যাগী
নেতাকে মনোনয়ন না দিলে তৃণমূলের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হবে। তারা
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান দলের ঐক্য ও মাঠের বাস্তবতা
বিবেচনা করে কুমিল্লা-৬ সদর আসনে হাজী আমিন উর রশিদ ইয়াসিনকে বিএনপির
মনোনয়ন প্রদান করতে।
কর্মসূচিতে অংশ নেওয়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক
সাজ্জাদ হোসেন বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াসিন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের
পাশে ছিলেন এবং আছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল জুলুম নির্যাতন সহ্য
করে তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। কুমিল্লা ৬ আসনে বিএনপির নেতৃবৃন্দ
প্রত্যাশা করেছিলেন আগামী সংসদ নির্বাচনে ইয়াসিন ভাইকে মনোনয়ন দেয়া হবে।
কিন্তু বিএনপি'র প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম না দেখে আমরা হতাশ
হয়েছি। এরপর থেকেই টানা কর্মসূচি চলছে। বুধবার টাউন হল মাঠে ছিল গণস্বাক্ষর
কর্মসূচি। কুমিল্লা সদরের নেতা কর্মীদের একটাই দাবি হাজী আমিন উর রশিদ
ইয়াসিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক।
