
কুমিল্লার চান্দিনায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে চান্দিনা বাজার হয়ে পালকি সিনেমা হলের সামনে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ (ডিইএব) এর এই মহাসচিব বলেন- ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি দল ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। অতীতে অনেকেই চান্দিনা বিএনপিকে ভেঙে দেয়ার চেষ্টা করেছেন। আমরা সব সময় দলের জন্য নিবেদিত প্রাণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই ধানের শীষের প্রার্থী ঘোষণা দিবেন আমরা তার জন্যই কাজ করবো।’
লিফলেট বিতরণ ও গণসংযোগ এর সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, কাতার বিএনপির যুগ্ম-সম্পাদক বাবুল গাজী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ রেজাউল আলম সোহেল, কুমিল্লা উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক খোকন পাটোয়ারী, সাবেক যুবদল নেতা খোকন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, পৌর ছাত্রদল সাবেক সভাপতি মোস্তফা কামাল, উপজেলা তাঁতীদলের আহবায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামাল প্রধান, পৌর তাঁতীদলের আহবায়ক বাদল সরকার, যুবদল নেতা শফিউল্লাহ মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য নাইমুল ইসলাম তন্ময়, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক খালেকুজ্জামান শুভ প্রমুখ।
