
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগঞ্জ বাজার বড় ব্রীজের
পাশর্^বর্তী মুচিবাড়িতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী
অফিসার সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের
সরঞ্জামাদি সংরক্ষণ ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকরণের
অপরাধে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের
১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড
প্রদান করা হয়।
সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলার পশ্চিম জোড়কানন
ইউনিয়নের সুয়াগঞ্জ বাজার বড় ব্রীজের পাশর্^বর্তী মুচিবাড়িতে উপজেলা
নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্য
সেবনের সরঞ্জামাদি সংরক্ষণ ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি
বিনষ্টকরণের অপরাধে মাদক ব্যবসায়ী কামরুন নাহার (৩৫) ও স্বরস্বতী নাথকে
(৪১) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম
কারাদণ্ডাদেশ প্রদান ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এরা
দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছিল বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উভয়কে উক্ত সাজা প্রদান করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর
সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
