বুধবার ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২
চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর সিদ্দিকুর রহমান
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:২১ এএম |



 চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর সিদ্দিকুর রহমান  নিজের জন্মভূমির মাটিতে চির নিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান। গত ৭ নভেম্বর (শুক্রবার) দুপুরে নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৮৮ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে (আমেরিকায়) স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর পর তার লাশ বাংলাদেশে এনে গত ১১ই নভেম্বর (মঙ্গলবার) বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তার নিজগ্রাম ছাতিয়ানী কেন্দ্রীয় মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সিদ্দিকুর রহমান এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এছাড়া এলাকার দরিদ্রদের মাঝে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন। মৃত্যুকালে  তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরো ব্রাহ্মণপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, অধ্যক্ষ মুবিন আখন্দ, অ্যাডভোকেট মজিবুর রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, মোস্তফা কামাল মানিক, ইমন হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন শক্তি নাই
মহাসড়ক থেকে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
কুমিল্লায় হাজী ইয়াছিনের মনোনয়ন দাবিতে অনুসারীদের মশাল মিছিল
শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটার কুমিল্লায় গ্রেফতার
কুবির সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২