শাহীন আলম।
সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দিলে আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ মুদাফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে বিএনপির সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলার জনসভায় এসব কথা বলেন নেতা কর্মীরা।
জনসভায় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
জনসভায় বিএনপি নেতা আব্দুল হাই চেয়ারম্যান বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মানুষ সামিরা আজিম দোলাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায়। সামিরা আজিম দোলার জনপ্রিয়তা দেখেই গতকাল আবুল কালামের লোকজন দোলার গাড়িবহরে হামলা করেছে। এই আসনের ভোটাররা আবুল কালাম কে ভোট দিবে না।
জনসভায় ভার্চুয়াল হয়ে সামিরা আজিম দোলা বলেন, কুমিল্লা -(৯) আসনের লাকসাম মনোহরগঞ্জ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব।আমার উপরে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা জানাচ্ছি আমার বাবা মরহুম কর্ণেল আনোয়ার আজিম এর কন্যা হিসেবে আমি এটা কখনো আশা করি নাই। লাকসাম -মনোহরগঞ্জ মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছে এটা দেখে প্রতিপক্ষ গ্রুপের লোক সহ্য করতে না পেরে আমাকে ও আমার সমর্থকের ওপর হামলা করে তারা আমার গাড়ির ওপর ভাংচুর করে গু/লি বর্ষন করে আমাকে মেরে ফেলার টার্গেট করে।
তিনি আরো বলেন, লাকসাম - মনোহরগঞ্জের ৮০% শতাংশ বিএনপির তৃনমুল পর্যায়ের জনগণ কর্ণেল আনোয়ারুল আজিমকে ভালবেসে রাজনীতি করে আসছে তার উওরসূরী হিসেবে সাধারণ জনগণ আমাকে কাছে টেনে নিয়েছে। যতদিন বেচে থাকি লাকসাম-মনোহরগঞ্জের মানুষের পাশে আছি।
উপজেলার দক্ষিণ মুদারফরগঞ্জ শ্রীয়াং বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতির দায়িত্ব পালন করেন আবুল বাশার সাবেক মুদারফরগঞ্জ দক্ষিন ইউনিয়ন বিএনপি তাছাড়া লাকসাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে কুমিল্লা -(৯) আসনের লাকসামে গনসংযোগ করার সময় বিএনপির মনোনয়ন প্রাপ্ত আবুল কালামের লোকজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করায় নিন্দার ঝড় বইছে লাকসাম ও মনোহরগঞ্জে।
