আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের চট্টগ্রামগামী লেনের পাশে ডিভাইডারের উপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের
মৃতদেহ উদ্ধার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে
মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডের পূর্বপাশে ইউটানে এক বৃদ্ধের
মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে
থানা এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যায়। সেখানে কর্তব্যরত
চিকিৎসক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার
অফিসার ইনচার্জ মো. রাশেদ খান চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, কোনো
যানবাহনের ধাক্কায় মাথায় আঘাত লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের
চিহ্ন রয়েছে। পরিচয়শনাক্তের জন্য বিভিন্নস্থানে ম্যাসেজ পাঠিয়েছি।
