আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, কুমিল্লা
সেনানিবাস ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী
আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন
তাঁর অনুসারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর টাউন হল
মাঠ থেকে শুরু হওয়া এ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী
চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে পালন করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া
অনুসারীরা “ইয়াছিন ভাইয়ের মনোনয়ন চাই”, অন্য কাউকে মানিনা মানবো না”, “আমি
কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”
ইত্যাদি শ্লোগানে পুরো পূবালী চত্বর মুখর করে তোলেন কর্মী-সমর্থকরা।
বিক্ষুব্ধ
কর্মী-সমর্থকরা বলেন, গত ১৭ বছর যিনি নেতা-কর্মীদের মামলা-হামলা,
নির্যাতন, বিপদ-আপদে পাশে ছিলেন তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। যাকে মনোনয়ন
দেওয়া হয়েছে রাজনীতির মাঠে তাকে আমরা কোনদিন দেখিনি এমন একজন
বয়োজ্যাষ্ঠকে মনোনয়ন দেওয়া হয়েছে। হাজী ইয়াছিনের দীর্ঘদিনের দলীয় অবদান ও
নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাই। এর আগে গত
৪ নভেম্বর ধর্মসাগর পাড় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে হাজী ইয়াছিনের মনোনয়ন
দাবিতে মশাল মিছিল বের করা হয়। এছাড়াও হাজী ইয়াছিনের মনোনয়নের দাবিতে
বিভিন্ন সময়ে নানা কর্মসূচী পালন করছেন তাঁর অনুসারীরা।
