বুধবার ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২
মুরাদনগরে গোমতী সেতুর নকশা চূড়ান্তে প্রশাসন ও সওজের গুরুত্বপূর্ণ সভা আশার আলো দেখছেন এলাকাবাসী
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:২১ এএম |



 মুরাদনগরে গোমতী সেতুর নকশা চূড়ান্তে  প্রশাসন ও সওজের গুরুত্বপূর্ণ সভা আশার আলো দেখছেন এলাকাবাসী কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর ওপর বহু প্রতীক্ষিত একটি সেতু নির্মাণের চূড়ান্ত নকশা নির্ধারণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সেতু নির্মিত হলে মুরাদনগরসহ পার্শ্ববর্তী এলাকার জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনটি ছিল এই সভার কেন্দ্রবিন্দু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে সভায় সেতুর নকশা, বাজেট এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মূল বক্তব্য প্রদান করেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতু ডিজাইন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন। তিনি সেতুর কারিগরি বিবরণ এবং এর নকশার সুবিধা-অসুবিধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি দ্রুততম সময়ে নির্মাণকাজ শুরু করার জন্য সওজ বিভাগের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। সেতু নির্মাণ কার্যক্রমের প্রশাসনিক ও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
সভায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ¬¬নির্বাহী প্রকেীশলী খন্দকার গোলাম মোস্তফা, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁইয়া, গৌরীপুর উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন রচি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ও বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ শরীফসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা আলোচনায় অংশ নেন এবং প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করেন। সভায় উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা গোমতী নদীর ওপর এই সেতুর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সরকারের এই জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুততম সময়ে নির্মাণকাজ শুরু করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, "এই সেতু মুরাদনগরের মানুষের জন্য একটি স্বপ্নের প্রকল্প। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সওজ বিভাগকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করব, যাতে ভূমি সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে নির্মাণকাজ বিলম্বিত না হয়।"
বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ শরীফ দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এই সভার মাধ্যমে গোমতী নদীর উপর সেতুটির চূড়ান্ত নকশা প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল, যা দ্রুত নির্মাণকাজ শুরু হওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন শক্তি নাই
মহাসড়ক থেকে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
কুমিল্লায় হাজী ইয়াছিনের মনোনয়ন দাবিতে অনুসারীদের মশাল মিছিল
শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটার কুমিল্লায় গ্রেফতার
কুবির সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২