কুমিল্লার
চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের
প্রধানিয়া বাড়ির বাসিন্দা আব্দুস সোবহানের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।ভুক্তভোগী
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিতভাবে জানা
যায়নি। এ ঘটনায় চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি
চলছে।
জোয়াগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন বলেন, আমাদের
ইউনিয়নের প্রধানিয়া বাড়ির আব্দুস সোবহানের ঘরে কে বা কারা আগুন দিয়েছে, তা
নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি কেউ জড়িত থাকে এবং তাকে শনাক্ত করা যায়,
তবে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আব্দুস সোবহানের দুই ছেলে কাউছার আলম ও
মজিবুর রহমান। তারা স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে জড়িত এবং কারও সঙ্গে
প্রকাশ্য বিরোধে জড়িত নন বলে জানান মেম্বার ফারুক।
প্রতিবেশী আব্দুল
কাদের রাজু বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা বলা যাচ্ছে না।
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। বাড়িতে
বিল্ডিং মেরামতের কাজ চলছিল, তাই মোটরের পাইপের মাধ্যমে দ্রুত পানি দেওয়া
সম্ভব হয়। না হলে বড় ক্ষতি হতে পারতো।
ব্যবসায়ী মজিবুর রহমান জানান,
আমাদের বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে হামলা চালিয়ে আগুন দিয়ে গেছে তা
বলতে পারছি না। তখন ঘরে আমার স্ত্রী, সন্তান, মা-বাবা সবাই ঘুমিয়ে ছিলেন।
আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। সম্প্রতি একটি গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছিল।
হয়তো সেই দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটিকে
পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ করছে। তারা বিষয়টি নিয়ে তদন্তের দাবি
জানিয়েছেন।
