সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২
স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা জরুরি: ডা. কাজী ইসরাত জাহান
বশিরুল ইসলাম
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ এএম আপডেট: ১২.১০.২০২৫ ১:২৮ এএম |




 স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা  জরুরি: ডা. কাজী ইসরাত জাহান স্তন ক্যান্সার প্রতিরোধে নারী-পুরুষ উভয়েরই সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বৃহত্তর কুমিল্লার প্রথম ও একমাত্র নারী বিশেষজ্ঞ সার্জন এবং স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কাজী ইসরাত জাহান। তিনি বলেছেন, জীবনযাত্রায় পরিবর্তন আনলে এবং নিয়মিত স্ক্রিনিং করলে স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
শনিবার (১১ অক্টোবর) বিকন ফার্মাসিটিক্যালসের আয়োজনে কুমিল্লা ট্রমা সেন্টারে অনুষ্ঠিত ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহŸান জানান।
ডা. ইসরাত জাহান বলেন, ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে এবং সময়মতো চিকিৎসা শুরু করলে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। প্রতি ৮৩৩ জন পুরুষের মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। যদিও পুরুষদের ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে কম, তবে ঝুঁকি একেবারে নেই তা নয়।
তিনি আরও বলেন, স্তন ক্যান্সার থেকে বাঁচতে হলে ধূমপান ও মদ্যপান পরিহার করতে হবে, ৩০ বছরের আগে সন্তান গ্রহণে উৎসাহিত হতে হবে এবং নিয়মিত নিজের স্তন পরীক্ষা করতে হবে। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী নারীদের বছরে অন্তত একবার মেমোগ্রাম করা উচিত।
সেমিনারে তিনি বিভিন্ন পদ্ধতিতে স্তন ক্যান্সারের চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব ও সফল অস্ত্রোপচারের উদাহরণ ভিডিও ও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর বশীর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর।সভাপতিত্ব করেন কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগেরঅধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সফিউল আজম চৌধুরী, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. জয়দীপ্ত দত্ত গুপ্ত, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন ভ‚ঁইয়া, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এম এম আরিফ হোসেনসহ অন্যান্য চিকিৎসক ও বিশিষ্টজনেরা।
ডা. ইসরাত জাহান শেষে বলেন, “স্তন ক্যান্সারকে অবহেলা নয়, বরং সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি।”















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে: তারিক চয়ন
খালেদা জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
শওকত মাহমুদ গ্রেপ্তার
তিতাসে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ৩
প্রয়োজনে ৩০০ ভোট পাবো তবুও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় বেগম খালেদা জিয়াররোগ মুক্তিতে কোরআন খতম ও দোয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২