স্তন
ক্যান্সার প্রতিরোধে নারী-পুরুষ উভয়েরই সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য
করেছেন বৃহত্তর কুমিল্লার প্রথম ও একমাত্র নারী বিশেষজ্ঞ সার্জন এবং স্তন
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কাজী ইসরাত জাহান। তিনি বলেছেন, জীবনযাত্রায়
পরিবর্তন আনলে এবং নিয়মিত স্ক্রিনিং করলে স্তন ক্যান্সার প্রতিরোধ করা
সম্ভব।
শনিবার (১১ অক্টোবর) বিকন ফার্মাসিটিক্যালসের আয়োজনে কুমিল্লা
ট্রমা সেন্টারে অনুষ্ঠিত ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহŸান জানান।
ডা. ইসরাত জাহান বলেন,
ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে এবং সময়মতো
চিকিৎসা শুরু করলে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। প্রতি ৮৩৩ জন পুরুষের
মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। যদিও পুরুষদের ক্ষেত্রে এই হার
তুলনামূলকভাবে কম, তবে ঝুঁকি একেবারে নেই তা নয়।
তিনি আরও বলেন, স্তন
ক্যান্সার থেকে বাঁচতে হলে ধূমপান ও মদ্যপান পরিহার করতে হবে, ৩০ বছরের আগে
সন্তান গ্রহণে উৎসাহিত হতে হবে এবং নিয়মিত নিজের স্তন পরীক্ষা করতে হবে।
বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী নারীদের বছরে অন্তত একবার মেমোগ্রাম করা
উচিত।
সেমিনারে তিনি বিভিন্ন পদ্ধতিতে স্তন ক্যান্সারের চিকিৎসা,
প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব ও সফল অস্ত্রোপচারের উদাহরণ ভিডিও ও
প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর বশীর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর।সভাপতিত্ব
করেন কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুল হক।
এছাড়া
উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগেরঅধ্যাপক ও
বিভাগীয় প্রধান ডা. সফিউল আজম চৌধুরী, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা.
জয়দীপ্ত দত্ত গুপ্ত, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা.
জাহাঙ্গীর হোসেন ভ‚ঁইয়া, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড
অ্যালাইড সায়েন্সের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এম এম আরিফ হোসেনসহ
অন্যান্য চিকিৎসক ও বিশিষ্টজনেরা।
ডা. ইসরাত জাহান শেষে বলেন, “স্তন
ক্যান্সারকে অবহেলা নয়, বরং সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই
আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি।”
