হোমনাপ্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে
ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বন্ধন ট্রেডার্সের মালিক আমিন মজুমদার নামের
এক ডিলারের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ মেসার্স বন্ধন ট্রেডার্সের
মালিক নিয়মিত পূন্য বিতরণ করছে না, মাঝে মধ্যে কিছু মালামাল বিতরণ করে চলে
যান। বাকি মালকালো বাজারে বিকি করার অভিযোগ ও আছে এ ডিলারের বিরুদ্ধে।
এতে সুবিধা ভোগী অনেকই মালামাল থেকে বঞ্চিত হচ্ছে।
মাথাভাঙ্গ ইউনিয়নের
একাধিক সদস্য জানান, গত মে মাসে মাথাভাঙ্গা ইউনিয়নে কোন মালামাল বিতরণ করা
হয় নাই। জুন মাসে এ ইউনিয়নে ১২০০ জনকে টিসিবির পণ্য বিতরণের কথা থাকলেও
সেখানে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে মাত্র দুই থেকে তিন শ জনকে। এতে
কার্ডধারি অনেকে বাদ পড়েছে। আবার কার্ড নেই এমন ব্যক্তিরা ও পেয়েছে। তার
কাছে পণ্য ডেলিভারির রশিদ দেখতে চাইলে সে নানা রকমের কথা বলে এড়িয়ে যান।
জুলাই বিপ্লবে অন্তরবর্তী সরকারের পর থেকে এ অনিয়মটা বেশী হচ্ছে।
এ
বিষয়ে টিসিবি'র ডিলার মেসর্স বন্ধন ট্রেডার্সের মালিক আমীন মজুমদার
মুঠোফোনে যুগান্তরকে বলেন, আমার অসুস্থতার কারনে মে মাসের ডিও উত্তোলন করা
হয় নাই। ফলে বিতরণ ও করা হয়নি। তবে জুন মাসের বরাদ্ধ বিতরণ করা হয়েছে।
জুন মাসে কতগুলো কার্ডধারিদের মাঝে পন্য দেয়া হচ্ছে তাও তিনি বলতে রাজি নন।
এ
বিষয়ে মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা বলেন,
টিসিবি'র মালামাল বরাদ্ধ সম্পর্কে আমাকে সুনিদিষ্ট ভাবে জানানো হয়নি এবং
বিতরণের জন্য আমাকে কোন প্রকারের দায়িত্ব দেয়া হয়নি তাই আমি সেখানে যাই না।
তবে মে মাসে আমার ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণ করা হয়নি বলে জানতে
পেরেছি।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা বলেন, মে
মাসে টিসিবির মাল বিতরণ করেনি ডিলার আমাকে জানায়নি। এমনটি হয়ে থাকলে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।