কুমিল্লায়
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে
সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার(
২৪ জুলাই) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রশিবির কুমিল্লা মহানগর
সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় এবং ছাত্রশিবির কুমিল্লা মহানগর
সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর
হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি
কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং স্বনামধন্য শিক্ষা
প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম হেলাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুমিল্লা মহানগর অফিস সম্পাদক ডা.
আব্দুল্লাহ খান, প্রচার ও আইটি সম্পাদক ডা. কাজী আকিব আব্দুল্লাহ,
ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ সভাপতি মনির হোসেনসহ ছাত্রশিবির কুমিল্লা মহানগর
নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন ‘সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির
জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে
পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার
উৎস। মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্র
শিবির অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার
পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক
সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।'
প্রায় এক হাজার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।