নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের পর
নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড ধর্ষক শাহ পরানকে
আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা
থেকে তাকে আটক করা হয়। শাহপরান ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর আপন ছোটভাই।
আটকের
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১,সিপিসি -২ এর উপর পরিচালিত মাহমুদুল হাসান
বলেন, ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড শাহ পরান। বৃহস্পতিবার
বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়েতাকে আটক করা হয়েছে। ঘটনার
পর থেকেই সে আত্নগোপনে ছিলো।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন,
ভিডিও ছাড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে
উঠে এসছে। বৃহস্পতিবার বিকেলে র্যাবের পক্ষ থেকে শাহ পরানকে আটকের বিষয়টি
জানানো হয়েছে। তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২৬ জুন
দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের
বাহেরচর গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫)
ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে
নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব
ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্ত
একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার যুবককে
গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পর্নোগ্রাফী আইনের মামলায় গ্রেপ্তার চার
আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে ঘটনার মূল হোতাদের শনাক্ত
করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।