কুমিল্লার
বরুড়ার সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ীর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বন্নি
পোদ্দার( ৯) ও নিধি পোদ্দার ( ৯) ৩ জুলাই ২৫ ইং দুপুর বেলায় নিজ বাড়ির
দিঘিতে পড়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা টি ঘটেছে বরুড়া পৌরসভার ৫ নং
ওয়ার্ডের সাহারপদুয়া পোদ্দার বাড়ির দিঘিতে।
জানা যায়, বরুড়া পৌরসভার ৫
নং ওয়ার্ড সাহারপদুয়া পোদ্দার বাড়ির রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার (৯)
ও বিপ্লব পোদ্দার এর মেয়ে নিধি পোদ্দার (৯) নিজ স্কুল সাহারপদুয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্কুলের বিরতির সময় বাড়িতে এসে দিঘির
ঘাটলায় হাত মুখ ধুতে গিয়ে দিঘিতে পড়ে যায় । বাড়ির মহিলারা দেখে চিৎকার দিলে
বাড়ির লোকজন এসে তাদের কে পানি থেকে তুলে। এরই মাঝে তাদের মৃত্যু ঘটে যায়।
আনুমানিক দেড় টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। দুজন আপন কাকা তো বোন।
সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর
পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্হলে গিয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং
মারমা মং প্রত্যেক পরিবার কে ২৫ হাজার টাকা ৫০ হাজার টাকা সৎকারের জন্য
তাদের হাতে তুলে দেন।