দাউদকান্দি
উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার
রাত সাড়ে ৮ টায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং
সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন গুলো হলো গৌরীপুর, বারপাড়া, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, মালীগাঁও, বিটেশ্বর, মারুকা, দৌলতপুর ও গোয়ালমারী।
এর
পূর্বে ৬ টি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো ইলিয়টগঞ্জ দক্ষিণ,
মোহাম্মদপুর, সুন্দলপুর, পাঁচগাছিয়া, পদুয়া ও দাউদকান্দি উত্তর। দুই দফায়
দাউদকান্দির মোট ১৫ টি ইউনিয়নের কমিটি ঘোষণা সম্পন্ন করা হলো।