শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে হামলা
জহির শান্ত
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ২:০৮ এএম |


 সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে হামলা কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে গণপিটুনিতে হত্যার একে একে বের হয়ে আসছে নানা। স্থানীয়রা বলছে- ওই পরিবারটি ৪০ বছরেরও বেশি সময় ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ ছাড়াও নানা অপকর্ম ও এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল তারা। এর জের ধরে সঙ্ঘবদ্ধ গ্রামবাসী বুধবার সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে হামলা চালায়। এতেই ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে নেয়া হয়েছে হাসপাতালে। আবার কেউ কেউ বলছে- মোবাইল চুরির ঘটনা নিয়ে তৈরি হওয়া বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে নির্মম এ হত্যাকাণ্ড। ঘটনার আগের রাতে ফোন করে দেওয়া হয়েছে হুমকিও। 
হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল কড়ইবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা বলেন, বুধবার সন্ধ্যায় মাগরিব নামাজের পর গ্রামবাসী একতাবদ্ধ হয়ে শপথ গ্রহণ করেছি এই গ্রামকে মাদকমুক্ত করা হবে। অন্তত ৪০ বছর ধরে এই পরিবারটি এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নানা অপকর্ম করে আসছিল। কিছুদিন পূর্বে স্থানীয় এক মেম্বারকে ঘুসি দিয়ে থুতনি ফুলিয়ে ফেলেছে। আরেকজন ছেলের পিঠে চারটি কামড় বসিয়ে দেয়। 
তিনি বলেন, সকালে গ্রামবাসীর পিটুনিতে দুই মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে হাসপাতালে নিয়ে গেছে, সে বেঁচে আছে না মরে গেছে জানিনা। গ্রামবাসী-এলাকাবাসী, চেয়ারম্যান-মেম্বার সবাই মিলে মাদক কারবারীদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। 
স্থানীয় একাধিক সূত্র জানায়, বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি ‘অন্তত ৪০ বছর’ ধরে মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক ও অপকর্মের সঙ্গে জড়িত। তিনি সেখানে নিজ নামে ‘রুবি আক্তার মঞ্জিল’ নামে ৬ তলা ভবন নির্মাণ করেছেন। এ পরিবারের সবাই মাদক ও অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে উশৃঙ্খল ছেলেরা এখানে এসে আড্ডা দেয়, ঝামেলা বাধায়। তাদের ‘অত্যাচারে অতীষ্ঠ’ এলাকাবাসী বুধবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেয় এই গ্রামকে ‘মাদকমুক্ত’ করার। সেই সিদ্ধান্তের জের ধরেই বৃহস্পতিবার সকালে তাদের উপর হামলা হয়।
তবে অপর একটি সূত্র বলছে, রুবির এক মেয়ের জামাতা স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল ছিনতাই করে। এ ঘটনার পর এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে উঠলে বৃহস্পতিবার সকালে তাদেরকে জিজ্ঞাবাদের সিদ্ধান্ত হয়। সকালে এ নিয়ে ‘হট্টগোল’ হয় এবং এক পর্যায়ে গ্রামবাসী পিটিয়ে ওই পরিবারের তিনজনকে হত্যা করে। এসময় রুবির বাড়িটিতেও ব্যাপক ভাংচুর চালানো হয়।
আকাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল সাংবাদিকদের বলেন, মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনা আমি জিজ্ঞেস করতে গেলে আমাকে এবং ইউপি সদস্য বাচ্চু মিয়াকে মারধর করা হয়। আমরা সম্মান বাঁচাতে ঘটনা এড়িয়ে এলাকায় চলে যাই। পরে গ্রামবাসীর সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী রুবি, তার ছেলে এবং মেয়ে নিহত হয়। আসলে এমন হত্যাকাণ্ড কোনভাবেই কাম্য নয়। 
অপরদিকে গণপিটুনিতে নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার বলেন, সম্প্রতি মারুফ নামে এক ছেলে চুরির ঘটনায় ধরা পড়লে তাকে ছাড়িয়ে আনতে যান শাশুড়ি রোকসানা আক্তার রুবি। এ সময় স্থানীয় বাসিন্দা বাছিরের সাথে তার বাগবিতণ্ডা হয়। এরই সূত্র ধরে আমাদের বাড়িতে হামলা ভাঙচুর হয়। গণপিটুনি দিয়ে আমার স্বামী শাশুড়ি এবং ননদকে মেরে ফেলা হয়েছে। 
মীম আক্তার আরো বলেন, আমি আর রাসেল আমাদের বাড়িতে ছিলাম। রাতে কড়ইবাড়ি বাজারের ব্যবসায়ী বাছির আমার স্বামীকে ফোন করে বলেন সকালটা হতে দে, তোদের পরিবারের সবাইকে মেরে ফেলবো। আমরা মনে করছি এমনিতেই বলতাছে। সকালে আমার ননদ রুমা রাসেলকে ফোন করে বলে ভাই মা ও জোনাকীরে কোপাইয়া মাইরালাইছে। আমারেও কোপাইছে, এখন হাসপাতালে নিতাছে। খবর পেয়ে রাসেল মোটর সাইকেল নিয়ে দ্রুত বাড়িতে আসে। পিছে পিছে অটো রিকশা নিয়ে আমিও রওয়ানা দিয়। রাসেল আসা মাত্রই তাকেও পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার শ্বশুর খলিলুর রহমান ও ননদ রিক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
এদিকে তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। এ সময় তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করেছে। কেউ এলাকায় কোন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করলে জনগণের উচিত তাকে পুলিশে সোপর্দ করা। এভাবে আইন হাতে তুলে নেওয়া কোনোঘাবেই কাম্য নয়। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। 












সর্বশেষ সংবাদ
ঘোষণা দিয়ে তিনজনকে হত্যা
‘রাতেই ফোনে হত্যার হুমকি দেয় বাছির’
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে হামলা
চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর
মুরাদনগরে ধর্ষণকাণ্ড- ভিডিও ছড়ানোর ‘মাস্টারমাইন্ড’ শাহ পরান আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
কুমিল্লায় ভেজাল ঘি ও নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
ঘোষণা দিয়ে তিনজনকে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২