চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী বাবুল
চন্দ্রনাথ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে
তথ্যটি নিশ্চিত করেছেন আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ হালিম।
এরআগে বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুরে ভারত সীমান্তবর্তী
এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্রী বাবুল চন্দ্রনাথ(৬৫) ভারতের পশ্চিমবঙ্গ
বিভাগীয় নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশ চন্দ্র নাথের
ছেলে।
বিজিবি জানায়, আনন্দপুর বিওপি ক্যাম্প বিজিবির একটি টিম বুধবার
রাতে ভারত সীমান্তবর্তী দুর্গাপুর এলাকায় ২১১২/৪-এস পিলার এলাকায় টহল
দিচ্ছিলেন। হঠাৎ সীমান্তে বাংলাদেশের ১০০ মিটার অভ্যন্তরে শ্রী বাবুল
চন্দ্রনাথ ঘুরাফেরা করতে দেখা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন বৈধ কাগজপত্র
দেখাতে পারেনি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক শেষে
চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বিকেলে
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,
‘আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ হালিম বাদী হয়ে অবৈধ
অনুপ্রবেশের দায়ে শ্রী বাবলু চন্দ্র নাথ নামের একজনকে আসামী করে মামলা
করেছে’।