চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে চোলাই মদের মিনি
কারখানায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা
হলো; পৌরসভার চন্ডিপুর গ্রামের গোপী রবি দাসের ছেলে রাজেশ রবি দাশ, রাজু
রবি দাশ, তার স্ত্রী ঝুমা রানী ও চান্দিশকরা গ্রামের উত্তম চন্দ্র দাশের
ছেলে বিজয় চন্দ্র দাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানার উপ-পরিদর্শক
তারেক উদ্দিন আকাশ মামলায় উল্লেখ করেন, বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজারে
পূর্ব চান্দিশকরা সাকিনস্থ রাজু রবি দাসের বাড়িতে কতিপয় লোকজন চোলাই মদ
তৈরি পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। বিষয়টি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনী টিমসহ যৌথভাবে রাজু রবি
দাসের বসতঘরে অভিযান চালিয়ে রাজেশ রবি দাশ, রাজু রবি দাশ, তার স্ত্রী ঝুমা
রানী ও বিজয় চন্দ্র দাশকে আটক করা হয়। তারা চোলাই মদ উৎপাদনপূর্বক বিক্রয়
করে আসছে মর্মে উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও
দেখানো মতে বিভিন্নভাবে থাকা ৪৮ লিটার চোলাই মদ ও মদ বিক্রির ১২ হাজার ৯৩২
টাকা উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ
হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘চোলাই মদসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে’।