অধুনা থিয়েটার কুমিল্লার দ্বি
বার্ষিক সম্মেলন এবং ৩৪ তম বার্ষিক সাধারণ সভা ২৮ জুন অনুষ্ঠিত হয়েছে।
গ্র্যান্ডদেশপ্রিয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনের প্রারম্ভিক অধিবেশনে
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা:মুজিব রাহমান। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য
রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদ এডভোকেট গোলাম ফারুক, সাবেক ছাত্রনেতা
বশির আহমেদ, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার,
সংস্কৃতিজন মাহবুব আলম বাবু, খায়রুল আজিম শিমূল, নাট্যশিল্পী ও সংগক শিশির
আহমেদ অধুনা থিয়েটারের সিনিয়র সদস্য ইফতেখার হোসেন রুবেল প্রমূখ। সভায়
বিগত দু বছরোর সাংগঠনিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক
সম্পাদক তানিম আহমেদ। আগামী দু’বছরের কর্মসূচী উপস্থাপন করেন সিনিয়র সদস্য
জাহাঙ্গীর হোসেন। মুক্ত সংলাপে সদস্যদের মতামতের ভিত্তিতে উপস্থাপিত
প্রস্তাবসমূহ গৃহীত ও অনুমোদিত হয়। সন্মেলনে অধ্যক্ষ কবির আহমেদ কে সভাপতি
এবং নাট্যকর্মী আবুল কাসেম কে সাধারণ সম্পাদক করে আগামী ১৪৩২ -৩৩
বঙ্গাাব্দের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অপরাপর
দায়িত্বশীলরা হলেন- সভাপতি মন্ডলীর সদস্য শামীম ভূইয়া, ডা: ফাহমিদা আজিম
কাকলী, ডা: অংকুর দৎ, কৌশিক আহমেদ, জাহাঙ্গীর হোসেন ও রাশেদুল করিম সজীব।
যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে তানিম আহমেদ ও হামিদুল ইসলাম রানা।
সাংগঠনিক সম্পাদক সাজিয়া আফরিন, সহ সাংগঠনিক সম্পাদক মো, আহসান হাবীব,
অর্থ সম্পাদক শরীফা বেগম, কল্যান সম্পাদক রোজা খান, আপ্যায়ন সম্পাদক
শামসুন্নাহার হ্যাপী, প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রাসেল, দপ্তর সম্পাদক
তুষার আহমেদ, এবং প্রচার সম্পাদক কৃস্না রায়। নির্বাাহী সদস্যরা হলেন
এডভোকেট তাহমিনা বেগম, মনির আহমেদ খান এবং সীমা সেন গুপ্ত।
নবনির্বাচিত
কমিটি কে ফুলেল শুভেচ্ছা জানান যাৎিরিক নাট্য গোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ
হাসান ইমাম ফটিক। অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন অধুনা থিয়েটারের
প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপন।