শিক্ষিত
যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে
গড়ে তুলতে কুমিল্লার লালমাইয়ে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং
বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
‘দক্ষ যুব গড়বো
দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলা
পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন লালমাই
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো:
তাজুল ইসলাম মজুমদার, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
জানা যায়, যুব
উন্নয়ন অধিদপ্তরাধীন 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর
আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব- ২য় পর্যায়)' শীর্ষক
কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী চারটি শিফটে ৪০
জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকাল টা থেকে বিকাল ৩টা
পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এসি বাসের ভেতরে ১০ টি আসনের সামনে একটি করে
থাকবে কম্পিউটার।
প্রশিক্ষণার্থীরা জানায়, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ
খুশি আমরা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেট,
যাতায়াত ভাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে
বেকারত্ব দূরীকরণ হবে। ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও কাজে লাগবে প্রশিক্ষণটি।
উপজেলা
যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান বলেন, কুমিল্লায় সর্বশেষ উপজেলা হিসেবে
লালমাইয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অবকাঠামোগত সমস্যা থাকায় এই
প্রশিক্ষণটি লালমাইয়ে না হয়ে ফেনিতে হওয়ার কথা ছিল। পরবর্তীতে উদ্বর্তন
কর্মকর্তাদের সাথে কথা বলে প্রশিক্ষণ কর্মসূচিটি লালমাইয়ে আনা হয়। আশাকরি
এতে উপকৃত হবে লালমাইয়ের যুবকেরা।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার
হিমাদ্রী খীসা বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে শিক্ষিত বেকার
যুবক- যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে করে তারা
প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে
নিয়ে যাবেন। তাই তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের
আহ্বান জানান।