ব্রাহ্মণপাড়া
উপজেলার ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির
সভাপতি ও সাবেক সহকারি শিক্ষক শফিকুল ইসলাম (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ১৫ মে (বৃহস্পতিবার) রাত ২টায় ব্রাহ্মণপাড়া তার নিজ বাসভবনে ইন্তেকাল
করেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)।
একই দিন বেলা ২ টায় ধান্যদৌল
আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ আসর দেবিদ্বার উপজেলার
বিনাইপার তার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
করা হয়।
সদা হাতসোজ্জ্বল বিনয়ী শফিকুল ইসলাম মৃত্যুর আগের দিন পর্যন্ত
শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৯৬ - ২০১৯ সাল পর্যন্ত ধান্যদৌল
আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এবং পরবর্তীতে আরো
অতিরিক্ত দুই বছর একই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি
ধান্যদৌল এম আর চাইল কেয়ার প্রি ক্যাডেট স্কুলে মৃত্যুর আগের দিন পর্যন্ত
অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং একই সাথে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান
চৌধুরী উচ্চ বিদ্যালয় এর বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। হার্ট
অ্যাটাক জাতীয় কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। মৃত্যুকালে তিনি
স্ত্রী ও দুই পুত্রসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
নামাজের জানাজায়
উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী,
ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান আতিকী,
ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট ডঃ মোবারক হোসেন,
মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ভগবান
সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মহালক্ষী পাড়া সিনিয়র
মাদ্রাসার প্রিন্সিপাল সাদিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ
বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের ও সহকারী শিক্ষক বৃন্দ, শেখ মুজিবুর
রহমান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ব্রাহ্মণপাড়া ওশান হাই
স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।