চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম
উপজেলার বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা’র দিক-নিদের্শনায় সংগঠনকে
শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের
২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান
অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন টিম লিডার আ.ন.ম সলিম
উল্লাহ টিপু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব
ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। এ উপলক্ষে বুধবার বিকেলে পায়ের খোলা উচ্চ
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির আহবায়ক
জাহাঙ্গীর আলম চৌধুরী'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির
আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির সাবেক
সহসভাপতি আব্দুল হালিম, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী,
জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খান।
ময়মনসিংহ
কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সেকশন অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক
মিজান খান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান সুমন, উপজেলা
ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী রনি।
এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল
ইসলাম মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রশিদ ড্রাইভার,
শহিদুল্লাহ খোকন, জাফর ভূঁইয়া, নয়ন মজুমদার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক
আবদুর রহিম মজুমদার, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মানিক,
স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলালসহ ২নং ওয়ার্ড বিএনপি ও
অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে
মোঃ আবদুল আহাদ খোন্দকারকে সভাপতি, মোসাৎ খোদেজা আক্তারকে সহসভাপতি,
সোলেমান আলী বাবুলকে সাধারণ সম্পাদক, হোসনেয়ারা আক্তারকে সহ সাধারণ সম্পাদক
ও মোঃ আবদুল মমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা
করা হয়।