নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর ঝাউতলার বাসিন্দা সৈয়দ সামছুল আলম লিটন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৪ মে'২৫) নগরীর ঝাউতলা বাইতুল সালাত জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তিনি ঝাউতলা এম.আর.সি. মায়া লিলি হেরিটেজ বাসভবনের ভূমির মালিক ও বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা মরহুম সৈয়দ আব্দুল বাতেন এর দ্বিতীয় পুত্র।
মরহুমের ছোট ভাই সৈয়দ শহিদুল আলম রিপন বলেন, বড় ভাই সৈয়দ সামছুল আলম লিটন ২০২৪ সালের ১৪ মে ইন্তেকাল করেন। মরহুমের জন্য ও পরিবারের নিহত সদস্যদের জন্য দোয়ার আয়োজন করি। এতে হাফেজ, আলেমসহ মসজিদের মুসল্লী ও এলাকাবাসী দোয়া করেন ও দুপুরের খাবারে অংশ গ্রহণ করেন।