বুধবার ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২
এনসিপির ‘যুবশক্তি’ আসছে শুক্রবার
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১:০৩ এএম |






  এনসিপির ‘যুবশক্তি’  আসছে শুক্রবারজুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে শুক্রবার, যার নাম ‘জাতীয় যুবশক্তি’। বেলা ৩টায় গুলিস্তানে ‘শহীদ আবরার ফাহাদ’ এভিনিউতে (আগের বঙ্গবন্ধু এভিনিউ) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা হবে বলে জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী।
মঙ্গলবার দুপুরে ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশের সামনে যে সুযোগ এসেছে, তা প্রতিটি দেশের ক্ষেত্রে ১০০ থেকে ২০০ বছর পরে আসতে পারে। এখন বাংলাদেশে তরুণেরা প্রায় ৪০ শতাংশের ওপর। দেশের চাকা যদি ঘোরাতে হয়, তবে এই তরুণদের ছাড়া কোনো উপায় নেই। এই শক্তিকে কাজে লাগানোর জন্য সংগঠিত করতে হবে।”
ফেব্রুয়ারিতে এনসিপির আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের প্রাণভোমরা তরুণদের সংগঠিত করতে তারা কাজ শুরু করেছেন তুলে ধরে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে গণতান্ত্রিক ছাত্রশক্তি বড় একটি জায়গায় নেতৃত্ব দিয়েছিল। তেমনি দেশকে নতুনভাবে পুনর্গঠিত করতে আমাদের এনসিপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
“আমরা মনে করি, ছাত্রশক্তি যেভাবে অগণতান্ত্রিক ব্যবস্থা হটিয়ে দেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে, এখন এই দেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুবশক্তি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”
যুবশক্তির যে কমিটি হবে, সেটির কিছু খসড়া ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বলে তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “সেখানে নারীদের অংশগ্রহণ থাকবে, বৌদ্ধ, খ্রিষ্টান ও হিন্দু ভাইদের অংশগ্রহণ থাকবে। যারা বেসরকারি খাতে রয়েছেন, বেসরকারি ও পাবলিক দুই ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই বড় অংশগ্রহণ থাকবে। এনসিপির যত অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন হবে, সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব যুবসংগঠনে থাকবে। এ সংগঠনের মূল মনোযোগের একটা জায়গা হবে বেসরকারি খাত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।”
আড়াই মাস কাজ করার পর এনসিপির যুবসংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে তুলে ধরে দলের যুগ্ম সমন্বয়ক (যুব) তারিকুল ইসলাম বলেন, “যুবকদের সাহসী ভূমিকার কারণেই আমরা জুলাই অভ্যুত্থান সংঘটিত করতে পেরেছি। যুবসমাজের সম্ভাবনার জায়গাগুলো ফোকাস করে আমাদের যুবসংগঠন কাজ করবে।”
এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহেদুল ইসলাম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।














সর্বশেষ সংবাদ
জরাজীর্ণ শিল্পকলা একাডেমি খসে পড়েছে পলেস্তারা
কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী তাহের কারাগারে
‘জনসচেতনতাই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে’
কুমিল্লায় বজ্রপাতে এক যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠন
কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী তাহের কারাগারে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২