নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক
করেছেন সেনাবাহিনী। মঙ্গলবার কুমিল্লারের শাসনগাছায় অভিযান চালিয়ে ওই দুই
মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫
প্যাকেট গাঁজা ও এক রোল অ্যালুমিনিয়াম ফয়েল পেপার জব্দ করা হয়।
আটক সুন্দর আলি ও মো ইউসুফ নামে ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত।
সেনাবাহিনীর
কুমিল্লার সদর ক্যাম্প কমান্ডার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত
ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা
হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।