মঙ্গলবার ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:০০ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৭ এএম |



  বরুড়ায় এক দিনে  ১৫ ইউনিয়নে বিএনপির  দ্বি বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত  কুমিল্লার বরুড়ার ১৫ টি ইউনিয়নের বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ১২ মে ১০ টি ভেন্যুতে এক দিনে অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ টি সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত ৫ টি ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন আয়োজন করে বরুড়া উপজেলা বিএনপি। 
সাবেক সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন উপজেলা বিএনপি কে সাথে নিয়ে পরিকল্পিত ভাবে এ সম্মেলন গুলো আয়োজন করেন।
পয়ালগাছা ও লক্ষিপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বানিজ্য মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ বরকত উল্লাহ বুলু। আ্দ্রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন পেরপেটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। 
শাকপুর ইউনিয়ন বিএনপিরর দ্বি বার্ষিক সম্মেলন শাকপুর বালু মাঠে অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান ওয়াসিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আড্ডা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ছোট তুলাগাও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। 
গালিমপুর ইউনিয়ন ও ভাউসার ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ভাউকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিরর যুগ্ম আহবায়ক মোঃ আমিরুজ্জমান আমির, শিলমুড়ি উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন আমড়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, ভবানীপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন বাতাইছড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলী আক্কাছ, ঝলম ও চিতড্ডা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান ওয়াসিম, 
খোশবাস দক্ষিণ ও আগানগর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমিরুজ্জামান আমির, খোশবাস উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন খোশবাস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। 
প্রতিটি কাউন্সিলে প্রকাশ্যে ওয়ার্ড নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। 
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন তার নিজ আসন হওয়ার প্রতিটি সম্মেলনে গিয়ে সালাম বিনিময় করেন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমান এর পক্ষে সালাম জানান। সংগঠন কে শক্তিশালী করতে তৃনমুল নেতাদের মতামত গুরুত্ব সহকারে নিয়ে উপজেলা কমিটির সাজানোর পরামর্শ দেন।
প্রতিটি ইউনিয়ন কাউন্সিলে উপচে পড়া ভীর ছিলো। গুছানো অনুষ্ঠান উপস্থিত সকল কে মুগ্ধ করে। প্রকাশ্যে মাঠে এই কাউন্সিল প্রায় ১৫ বছর পর উপজেলা বিএনপি করে। এতে সাধারণ জনতার ব্যাপক সাড়া পড়ে।




















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
কুমিল্লা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠন
হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেয় বাবুর্চি
২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২