সর্বধর্মের
জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান দ্য থিয়োসোফিকেল সোসাইটি, কুমিল্লা শাখার বিশেষ
সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে নগরীর জিলা স্কুল রোডের
এলআইসি মিলনায়তনে এ সভা হয়।
সোসাইটির আহ্বায়ক অধ্যাপক তাপস কুমার বকসী-র
সভাপতিত্বে সদস্য সচিব চন্দন দাস এর সঞ্চালনায় সদস্য অধ্যক্ষ শফিকুর
রহমান, বক্তব্য রাখেন এড. শহিদুল হক স্বপন, ওমর ফারুকী তাপস, অধ্যাপক
গৌরাঙ্গ চন্দ্র দাশ, রতন কুমার আচার্য্য, খায়রুল আজিম শিমূল, খায়রুল আনাম
রায়হান, আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, শান্তি রঞ্জন ভট্টাচার্য্য, ভূঁইয়া
তাজুল ইসলাম, এনামুল হক জুয়েল, আবু সুফিয়ান, পরিমলেন্দু দাস প্রমুখ।
সভায় আগামী ২৬ মে -২০২৫ থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায়
বক্তারা বলেন, ২৬ মে থিওসোফিক্যাল সোসাইটি ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
কুমিল্লায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশনা, প্রার্থনাসহ
বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ২২ মে পর্যন্ত নতুন সদস্য গ্রহণ ও
সদস্য নবায়ন করা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৮৭৫ সালের
১৭ নভেম্বর সর্বধর্মের জ্ঞানভিত্তিক আলোচনার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা
শুরু হয়েছিল থিয়োসোফিকেল সোসাইটির। সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই এ
স্লোগানে
১৮৮৯ সালে বাংলাদেশে প্রথম শাখা কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠের পশ্চিম পাশে থিওসোফিক্যাল সোসাইটি স্থাপিত হয়।