‘যুদ্ধ নয়
ছন্দে বাজুক ফুল ফুটানোর গান’ এ স্লোগানে কুমিল্লায় বিশ্ব নৃত্য দিবস পালন
করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন
করা হয়। এতে অংশ গ্রহণ করে শিল্পকলা একাডেমি নৃত্য বিভাগ, বাংলাদেশ শিশু
একাডেমি, কুমিল্লা জেলা শাখা, কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা, সুবল স্মৃতি
সংগীতাঙ্গন, নৃত্যম ললিতকলা কেন্দ্র, কুমিল্লা, নটরাজ নৃত্যাঙ্গণ, অভয়চরণ
নৃত্যাঙ্গন, নৃত্যম নৃত্যকলা একাডেমি, লাকসাম, খেলাঘর, কুমিল্লা জেলা শাখা,
তপোবন সংগীত ও নৃত্যকলা একাডেমি, শিল্পঙ্গণ, কুমিল্লা।