লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লা লাকসাম উপজেলাধীন লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃগঠন করা হয়েছে।
২২
মার্চ শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের
উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির
গঠিত হয়।
এতে সভাপতি পদে মোঃ জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ
আবদুর রহিম (পুনরায়) সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী
হীরা (পুনরায়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভার শুরুতে তিনটি
পদে ভোটাভোটির পর, উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের
মাধ্যমে, সহ-সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ
হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে
মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে
সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে।
বিগত ২০১৭ সালে ঘটিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি।
উল্লেখ্য,
গত ১৩ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১ম কার্যনিবাহী সদস্য মোঃ জাফর
আহাম্মদের ডাকে তৃতীয় তলবী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ঐদিন ৩
সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল কার্য সম্পাদন করার কথা বলা হয়ে ছিল।
সেই
আলোকে গত ১৬মার্চ আহবায়ক কমিটির আহ্বায়ক কর্তৃক ঘোষণা করা হয় যে, লাকসামে
কর্মরত সংবাদকর্মীবৃন্দ আগামী পাঁচ দিনের মধ্যে লাকসাম সাংবাদিক ইউনিয়নে
সদস্য হওয়ার জন্য আবেদন ফরম পূরণ করেন। সংগঠনের সদস্য হওয়ার সুযোগ গ্রহণ
করতে পারবেন।
পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যগণও একই সময়ের মধ্যে আবেদন করে তাদের সদস্যপদ নিশ্চিত করবেন।
উক্ত
ঘোষনার পর সদস্য হওয়ার জন্য (নতুন ও পুরাতন) মোট ২২টি আবেদন জমা পড়েছে তার
মধ্যে যাচাই-বাছাই করে ১৬ টি আবেদন চূড়ান্ত করা হয় এবং বাকি ছয়টি আবেদন
অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে। পরবর্তীতে উক্ত ছয়টি আবেদনের
ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলমান
থাকবে।