সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২
ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামিরা নির্বাচন করতে পারবে না
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৪১ এএম |

ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামিরা নির্বাচন করতে পারবে না
নিজস্ব প্রতিবেদক: আদালত কর্তৃক দোষী সাব্যস্ত মামলার পলাতক বা ফেরারী আসামীরা নির্বাচনে অংশ নিতে পারবে না- এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশমালায় নির্বাচনের প্রাথীদের যোগ্যতা ও অযোগ্যতার উল্লেখ রয়েছে। সেখানে কেউ যদি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয় তাকে নির্বাচন থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। যারা গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের ক্ষেত্রে একটি আলাদা আইন করা এবং যদি প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এ ধরনের ঘৃনিত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অপরাধ প্রমাণিত হয় তাদের যেন নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হয়। কেউ যদি পলাতক থাকে, কোন আদালত যদি তাদের ফেরারী বলে ঘোষণা করে তারাও যেন নির্বাচনে অংশ নিতে না পারে।
বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রির্টানিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাদের বিষয়ে কমিশনের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা একটি বিশেষ কমিশন গঠন করে তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন প্রবীন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ সভাপতি এ্যাড কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এ্যাড. মোতালেব হোসেন মজুমদার।

‘কুমিল্লাবাসীর বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হউন - সোচ্চার হউন’ এই শ্লোগানে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজনেরা সেমিনারে অংশ নেন। সেমিনারে আধুনিক কুমিল্লা সিটি কর্পোরেশনে এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়। 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, জুলাই গণআন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথায় মাথায় রেখেই একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে , যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, কোন রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে। 
ড. বদিউল আলম মজুমদার আরো বলেন, সংস্কার কমিশন একটি স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন প্রয়োজনীয় আসন বিন্যাস হবে প্রস্তাব করেছি। এর মধ্যে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাও হতে পারে। তিনি অত্র এলাকার শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের পরিবর্তন আনতে ‘সেন্টার অব এ্যাক্সিলেন্স’ স্থাপনে প্রয়োজনীয়তা ও বাস্তবানের প্রস্তাব করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গফুর- মোবাশ্বের দুই জনই বাদ পড়লেন
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্নপরিবার
জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সাক্ষাৎ
সংস্কারে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে লাখো মানুষ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনির চৌধুরী-হাজী ইয়াছিন বৈঠক
কুমিল্লার তিন হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানি আজ
আপিল শুনানিতে মুন্সীর প্রার্থিতা বাতিল
দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২